মেসির জোড়া গোলে জয় পেল মিয়ামি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১১:২১| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:৩৪
অ- অ+

আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) দশম রাউন্ডের ম্যাচে ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন দলটির প্রধান তারকা লিওনেল মেসি। স্পোর্টিং কানসাস সিটির পরে এবার নাশভিলের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

আজকের ম্যাচে মেসি করেছেন দুই গোল, আরেকটি গোলে করেছেন অ্যাসিস্ট। ফলে শুরুতে পিছিয়ে পড়েও ন্যাশভিলেকে ৩-১ গোলে হারিয়ে মিয়ামি জয়ের ধারা ধরে রেখেছে।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ (রবিবার) ভোরে মুখোমুখি হয় মিয়ামি ও ন্যাশভিলে। যেখানে দুই দলই প্রায় সমান পাল্লায় লড়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে শেষ হাসি হেসেছে মেসি–সুয়ারেজ ও সার্জিও বুসকেটসরা।

মিয়ামির হয়ে মেসি ছাড়া আরেকটি গোল করেন বুসকেটস। যদিও তারা এদিন ম্যাচ শুরুর দুই মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে ছিল। সেখান থেকে কামব্যাকে দলকে জয় এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

দলের জয় ছাড়াও এদিন এমএলএসের চলতি মৌসুমে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেলেন মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি সাতটি গোল করেছেন। তার উরুগুইয়ান সতীর্থ সুয়ারেজসহ আরও পাঁচ ফুটবলার গোল করেছেন ছয়টি করে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে নয় ম্যাচ খেলে সমান গোল উঠেছে মেসির নামের পাশে।

আজকের ম্যাচে মাত্র দুই মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর মিয়ামি সমতায় ফেরে ১১ মিনিটে। প্রথমে বক্সে ঢুকে শট নেন মেসি, গোলরক্ষকের হাতে পেয়ে ফিরে এলে কয়েক পা ঘুরে আবারও আর্জেন্টাইন তারকা সুযোগ পেয়ে যান। অনায়াসেই তিনি বলটি জালে জড়িয়ে দেন।

এরপর মধ্যবিরতির আগমুহূর্তে কর্নার পায় ফ্লোরিডার ক্লাবটি। মেসির নেওয়া কর্নার কিকটি মাথার আলতো ছোয়াঁয় জালে জড়ান বুসকেটস। এর মধ্য দিয়ে সাবেক বার্সেলোনা কিংবদন্তি মিয়ামির জার্সিতে নিজের প্রথম গোল পেয়ে যান। দলও বিরতিতে যায় লিড নিয়ে।

বিরতির পর আর কেউ গোলের দেখা পাচ্ছিল না। ৮১তম মিনিটে ন্যাশভিলের বক্সে ফাউলের শিকার হন মিয়ামি ফুটবলার। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। তাতেই মিয়ামির ৩-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের লিগ টেবিলে আবারও শীর্ষস্থানে উঠল মিয়ামি। ১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্র নিয়ে তাদের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান নিউইয়র্ক আরবির। বিপরীতে মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ন্যাশভিলে, তাদের নিচে আছে আর একটা দল।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা
নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, জনদুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা