প্রেমিকার কাছে বিচার দেওয়ায় সিএনজি চালককে হত্যা, দুই যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২৩:২৪| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২৩:২৬
অ- অ+

কুমিল্লা চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা সিএনজি চালক রাসেল (১৮) হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় প্রদান করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের অলি ও গিয়াস উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন একজন মাদকসেবী তার প্রেমিকার কাছে এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদকসেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় রাসেলের স্বজনরা চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার আদালত অলি ও গিয়াস উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা