সনদ বাণিজ্য: ওএসডি হচ্ছেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ০৮:৫১| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪
অ- অ+

কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

রবিবার রাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে রবিবার দুপুরে ঢাকা মহানগর ‍পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, প্রয়োজনে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন আমরা কাউকে ছাড় দেব না। এখন পর্যন্ত কাউকে ছাড় দিইনি। সনদ বাণিজ্য চক্রের সঙ্গে যত বড় রাঘববোয়াল জড়িত থাকুক তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের তথ্য-উপাত্তে যদি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাকেও জিজ্ঞাসাবাদ করব। যেকোনো সময় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকব।”

পরে রাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “সনদ জালিয়াতি নিয়ে চলমান পরিস্থিতিতে চেয়ারম্যানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার প্রক্রিয়া চলছে। তাকে ওএসডি করে অধিদপ্তরে ন্যস্ত করা হবে। তার স্থলে কারিগরি বোর্ডেরই আরেক কর্মকর্তা অধ্যাপক মো. মামুন উল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।”

গত ১ এপ্রিল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষাবোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে বোর্ড চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের নাম উঠে এলে শনিবার তাকেও গ্রেপ্তার করে ডিবি। রবিবার বিকালে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
বিটিসিএলকে দেওয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব
সাংবাদিকদের নিয়ে এনসিপি নেতার হুমকি: প্রতিবাদ ও নিন্দা জানাল বিএফইউজে ও ডিইউজে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা