চিলমারীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

কুড়িগ্রামের চিলমারীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে নজরুল ইসলাম (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রাজারভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাকচালক নজরুল ইসলাম থানাহাট ইউনিয়নের ফকিরেরকুটি এলাকার শমসের আলীর ছেলে।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, রাজারভিটা এলাকার মিঠু মিয়ার ট্রাক্টর চালাতেন নজরুল। বুধবার দুপুরে রাজারভিটা জোলাপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রাস্তার সংস্কার কাজে মাটি ফেলছিলেন। এ সময় ট্রাক্টরটি উল্টে গিয়ে নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এর আগে গত শুক্রবার ওই গাড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে মাটি ভর্তি করার সময় গাড়ির নিচে চাপা পরে গাড়ির সহকারী এরশাদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ট্রাক্টরের মালিক মিঠু মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. মোজাম্মেল হক জানান, বাধ সংস্কারের কাজে মাটি ফেলতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেই গাড়ির নিচে চাপা পরে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন