বগুড়ায় জ‌মি‌তে পা‌নি দেওয়া নি‌য়ে দ্ব‌ন্দ্ব, ছুরিকাঘাতে পাম্প মালিককে হত্যা

​​​​​​​বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৪| আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৭
অ- অ+

বগুড়ার গাবতলী উপজেলায় জমিতে সেচের পানি দেওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম (৪৩) নামে এক পাম্প মালিক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় (২৩) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম বুরুজ ওই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

নিহত আমিনুলের ছোট ভাই আব্দুর রহমান লেন, তার বড় ভাই সেচ পাম্প দিয়ে বাণিজ্যিকভাবে জমিতে পানি সেচ দিয়ে থাকেন। একই গ্রামের আব্দুল মালেকের ছেলে দিপনের জমিতে সেচ দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন আমিনুলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদয় নামের যুবক সেচ পাম্পের কাছে গিয়ে আমিনুলকে তাৎক্ষণিক দিপনের জমিতে সেচ দিতে বলে। নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় হৃদয় ছুরি বের করে আমিনুলের বুকে পাজরে আঘাত করে। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে হৃদয়কে আটক করে এবং আমিনুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান।

এদিকে আমিনুল মারা যাওয়ার খবর পেয়ে দিপন পরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত রে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ লেন, আটক হৃদয়ের বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায়। গাবতলীর বুরুজ গ্রামে তার নানা বাড়ি। হৃদয় মির মালিক দিপনের ভাগ্নে। সেখানে সে য়েকদিন আগে বেড়াতে এসেছিল। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমিনুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা