হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

হিট স্ট্রোকে মাদারীপুরে পৃথক স্থানে খুচরা ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে জেলার কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল এলাকায় ভাঙ্গারী ব্যবসায়ী ৫৯ বছর বয়সী শাহাদাত সর্দার ও ২টার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী মোতালেব ঘরামী নামে এক কৃষকের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির স্বজন ও জনপ্রতিনিধি হিট স্ট্রোকে দুই জনই মারা গেছেন বলে জানান।

নিহতের পরিবার ও ইউপি চেয়ারম্যান জানান, দুপুরে ডাসারের পূর্ব মাইজপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে জমিতে নিড়ানি দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে মোতালেব ঘরামাী। পরে বাড়িতে আনার সাথে সাথেই তার মৃত্যু হয়। এসময় তার পুরো শরীর ঘামে ভরা ছিল। অন্যদিকে ভাঙ্গারী মালামাল সংগ্রহের জন্যে শিকারমঙ্গল নিজ এলাকা থেকে বের হয় শাহাদাত সর্দার। দুপুরে শিকারমঙ্গল বাজারে প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে বাড়িতে নেয়ার পথেই মারা যায়। পৃথক দুই ব্যক্তির কাউকেই সরকারি হাসপাতালে নেয়া হয়নি। তবে স্বজনদের ধারণা, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকেই তাদের মৃত্যু হয়েছে।

কাজীবাকাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার বলেন, ‘কৃষি কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মোতালেব ঘরামীর মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। প্রচণ্ড রোগে কাজ করার সময় বৃদ্ধ মানুষ, তাই হয়ত মারা গেছে। তবে ওদের পরিবার থেকে এবিষয়ে কোন কথা বলেনি।’

অন্যদিকে মারা যাওয়া শাহাদাত সর্দারের চাচাতো ভাই জালাল সর্দার বলেন, ‘আমার ভাই প্রচণ্ড গরমে হুঁশ হারিয়ে ফেলে। পরে আমরা বাড়িতে নেয়ার পথেই মারা যায়। ধারণা করা যাচ্ছে, হিট স্ট্রোকেই তিনি মারা গেছেন। তাকে পারিবাকিভাবে দাফন করা হবে।’

তবে এব্যাপারে কালকিনি ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি মৌখিক জেনেছে বলে জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :