ইতালিতে প্রবাসীদের পহেলা বৈশাখ উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ১৯:৫৪| আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৯:৫৯
অ- অ+

বিদেশিদের নিকট আমাদের কৃষ্টি তুলে ধরতে নানান আয়োজনে পালন করা হয়েছে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। ইতালির মিলানের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসা শ্যাম ও কৃষ্ণ চন্দ্র করের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালয় এই বৈশাখ পালিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষদের পাশাপাশি ছোট শিশুদের বৈশাখি পোশাক সকলের নজর কারে।

দুপুরে সকলকে নিয়ে রকমারি বর্তা ও ইলিশ মাছ দিয়ে পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়। প্রবাসের মাটিতে এত স্বাদের পান্তা ইলিশ খেয়ে আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত সকলেই।

এসো হে বৈশাখ এসো এসো এই গানের মধ্য দিয়ে কৃষ্ণ চন্দ্র কর এর উপস্থাপনায় শুরু হওয়া বৈশাখির সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জিশা শ্যাম, ব্রেসিয়া থেকে আগত এমিলি সাহা, অরুপ দত্ত, গুরু মনির সুদীপ সরকার, রুমেল ও শিবাংগী।

দলীয় সংগীত ও একক সংগীতের সাথে মোনালিসা, মৌমিতা, জয়িতা, কথা, ঐতির নৃত্য ছিল চোখে পড়ার মতো।

ভিন্ন ধর্মী বৈশাখির এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জিশা শ্যাম, কথা আইচ, ঝুমা রানি, সুমি কর্মকার, লিপি বণিক, ক্ষমা রানি দেবী, ঐতি রায়, ঝুমুর সুতপা পাল, মোনালিসা ভৌমিক, এমিলি সাহা, রিংকু মজুমদার, জুঁই দেবনাথ, রেশমা আখতার, রেখা দাশ, তমা দেব, শিবাংগী প্রমুখ।

এছাড়াও প্রবাসে কর্মব্যস্ততার মধ্য ও পরিবার পরিজন নিয়ে সুন্দর বৈশাখির আয়োজনে সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণ চন্দ্র কর, সুমন দে, অনুপম মজুমদার, প্রবীর রায়, মৃণাল বণিক, সাগর কর্মকার, পঙ্কজ পাল, সুদীপ সরকার, বাসুদেব মজুমদার, তাপস চৌধুরী, তুফায়েল রুমেল, সবুজ আইচ, সরন সাহা, জয় সাহা আরজু, প্রান্তু দে, সাগর মল্লিক, শিমুল সরকার, গৌতম মজুমদার, মনদন চন্দ, ছিকে অনিক, বিজয় চন্দ, পুলক দাস, রাজীব, বিজন, শান্ত, অনন্ত, রাজ, মৃদুল ও সুজন।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে আরো বড় পরিসরে এই বৈশাখি অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/২৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা