উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ২২:১১

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনি অপরাধ ও আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করার জন্য মনিটরিং টিম গঠন করেছে র্নিবাচন কমিশন (ইসি)।

সোমবার দুপুরে নিবার্চন কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত পরিপত্র ৯ থেকে এ তথ্য জানা যায়।

পরিপত্রে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ৮৯খ-তে মনিটরিং টিম গঠনের কথা বলা রয়েছে। সেই লক্ষ্যে জেলা পর্যায়ে রিটার্নিং অফিসারের নেতৃত্বে পাঁচ সদস্য এবং উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি নির্বাচন কমিশনকে সার্বিক পরিস্থিতি অবহিত করবে।

পরিপত্রের নির্দেশনায় রয়েছে, ‘টিম গঠনের পর টিমের সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে। এই টিম নির্বাচন সংক্রান্ত আইন, বিধি, নির্বাচন আচরণ বিধি এবং নির্বাচনের সার্বিক বিষয়াদি যথাযথ ও সঠিকভাবে পালন হচ্ছে কি না তা তদারকি করবে ও প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

পরিপত্রে আরও বলা হয়, মনিটংরি টিম বিশেষ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আর বিশেষ প্রয়োজন না হলে প্রতি পাঁচ দিন পর পর উল্লিখিত বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করবে।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :