লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৯:০৪| আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:১৮
অ- অ+
নির্যাতিত শাকিল (বামে) ও গ্রেপ্তার নাসিমা (ডানে)

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে আটকে রেখে মুক্তিপণের দাবিতে ফরিদপুরের সালথা উপজেলার শাকিল মিয়া (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের আলোচিত সেই ঘটনায় অভিযুক্ত দালালের স্ত্রী নাসিমা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের দালাল মকুল ঠাকুরের স্ত্রী।

শনিবার সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।

তিনি বলেন, ‘শাকিল নামে সালথার এক কলেজ শিক্ষার্থীকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতন চালায় মানবপাচারকারীরা। এ ঘটনায় শাকিলের বাবা থানায় একটি মানবপাচার মামলার দায়ের করেন। ওই মামলায় দালাল মুকুল ঠাকুর ও তার স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকে দালাল মুকুলের স্ত্রী নাসিমা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পড়াশোনা বাদ দিয়ে গত চার মাস আগে প্রতিবেশী মুকুল ঠাকুর নামে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশে রওয়ানা হন কলেজ শিক্ষার্থী শাকিল মিয়া। কিন্তু দালালরা তাকে ইতালির বদলে লিবিয়ায় নিয়ে যান। সেখানে নিয়ে বেশ কয়েকদিন ধরে তাকে আটকে রেখে দালালরা আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্মম নির্যাতন চালান। পরে মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়।

শাকিল মিয়া সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের দিনমজুর মো. টিটুল মিয়ার একমাত্র ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/০৪মে/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা