হবিগঞ্জে ট্রাপচাপায় সাবেক সেনা সদস্য নিহত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় সবুর হোসেন (৪০) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্জীবাজার স্টার সিরামিকস কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুর হোসেন শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়া হাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি চারু সিরামিকস কোম্পানির নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ছিলেন। দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুর তার বাড়ি থেকে প্রতিদিন বাইসাইকেল যোগে কর্মস্থলে যাতায়াত করতেন। শনিবার তার নাইট ডিউটি ছিল। এদিন রাতে ডিউটিতে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তার বাইসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সবুরের।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছে চালক।’
(ঢাকাটাইমস/০৫মে/এজে)

মন্তব্য করুন