জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৪, ১৮:৩৪ | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৮:০৫

জুনে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা ৮ উইকেটে বড় জয় পেয়েছিল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি ওপেনার লিটন দাস। তবে তারপরও দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। বারবার ব্যর্থ হওয়ায় এই ম্যাচে লিটনকে বসিয়ে পারভেজ হোসেন ইমনকে খেলানো হবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত লিটনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে উইনিং কন্ডিশন ভাঙেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির দলটির ওপরেই ভরসা অধিনায়ক শান্তর।

সফরকারী জিম্বাবুয়ে দলে আছে দুটি পরিবর্তন। শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকাদজাকে বসিয়ে এই ম্যাচে দুই নতুন মুখের অভিষেক ঘটাচ্ছে জিম্বাবুয়ে। তারা হলেন জোনাথন ক্যাম্পবেল ও আইনসলে এনডিলভু।

বাংলাদেশ একাদশ: বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি (উইকেটকিপার), ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদানদে, জোনাথান ক্যাম্পবেল, রায়ান বার্ল, লাইক জঙ্গুয়ে, আইনসলে এনডিলভু, রিচার্ড এনগারভা ও ব্লেসিং মুজারাবানি। (ঢাকাটাইমস/০৫ মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :