দুই ভাইয়ের কাকে ভোট দিলেন সাবেক কৃষিমন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৮:৫৮

টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস‌্য ও সাবেক কৃষিমন্ত্রীর দুই ভাই চেয়ারম‌্যান পদে নির্বাচন করছেন। দুই ভাইয়ের একজন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা (ঘোড়া) প্রতীকে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক হারুনার রশিদ হীরার খালাতো ভাই এবং খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন মামাতো ভাই।

বুধবার সকালে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি খন্দকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ভোট প্রদান করেন।

এরআগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস‌্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রত‌্যক্ষ ও পরোক্ষভাবে খালাতো ভাই হারুনার রশিদ হীরাকে সমর্থন দেন এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার জন‌্য নির্দেশনা দেন বলে জানিয়ে আওয়ামী লীগের নেতারা।

ধনবাড়ী পরিষদ নির্বাচনে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ভাই ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি (আনারস), সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, মন্ত্রীর দুই ভাইয়ের একজনকে সমর্থন করায় নির্বাচনে আরেক ভাইয়ের সাথে বিরোধ তৈরি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের একাংশ মন্ত্রীর পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন। তার খালাতো ভাই হীরাকে সমর্থন করেছে সুতরাং ভোট তাকেই দিয়েছে।

মুশুদ্দি খন্দকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস‌্য দুপুরে তার ভোট প্রদান করেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

ভোট দেয়া শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস‌্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রে ভোটারের অংশগ্রহণ ভাল। কেন্দ্রে শান্ত পরিবেশ রয়েছে ভোট দিতে কোন বাধা নেই। নিজেও ভোট দিয়েছি।

(ঢাকা টাইমস/০৮মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :