বিএসইসি কমিশনার হলেন মোহসীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ২৩:০১ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ২২:৪৫
মোহাম্মদ মোহসীন চৌধুরী

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোহসীন চৌধুরী। সবশেষ তিনি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিএসইসি কমিশনার হিসেবে মোহসীন চৌধুরীকে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক পিআরএল ভোগরত কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরীকে আগামী ২ জুন অথবা পরবর্তী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একইদিন পৃথক দুই প্রজ্ঞাপনে আরও দুইজনকে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন— অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান। এদের মধ্যে শামসুদ্দিন আহমেদ বিএসইসির বর্তমান কমিশনার।

এদিকে গত ২৮ এপ্রিল আরও চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

জানা গেছে, বর্তমান কমিশনার মো. আবদুল হালিমের মেয়াদ ১ জুন শেষ হবে। পরেরদিন (২জুন) মোহসীন চৌধুরী তার দায়িত্ব নিবেন। তাই প্রজ্ঞাপনে মোহসীন চৌধুরীকে ২ জুন থেকে কমিশনার হিসেবে যোগদানের কথা বলা হয়েছে।

আইন অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কমিশন চেয়ারম্যান ও চার কমিশনার নিয়ে গঠিত। নতুন তিনজন কমিশনার ছাড়া বাকি আরেক কমিশনার রুমানা ইসলামের দুই বছরের বেশি মেয়াদ রয়েছে। তাই তিনি স্বপদে বহাল থাকছেন।

(ঢাকাটাইমস/০৮মে/এসএস/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন

‘দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’

সাত উদ্যোক্তা পেলেন জাতীয় এসএমই পুরস্কার 

টাটা যোদ্ধা দেশের পিকআপ সেগমেন্ট এ একটি গুরুত্বপূর্ণ সংযোজন

‘বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড পেল ব্যাংক এশিয়া

চট্টগ্রাম অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিল সোশ্যাল ইসলামী ব্যাংক 

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের অফিসারদের প্রশিক্ষণ

দেশের কর-ব্যবস্থায় মসৃণ কার্যকারিতা আনতে হবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :