ঝিনাইদহ সদরে মাসুম, কালীগঞ্জে শিবলী নোমানী চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মাসুম। ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী জে এম রশিদুল আলম পেয়েছেন ৩০ হাজার ৭৫৫ ভোট।
এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ ইবনে আব্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্ষা খাতুন (হিজড়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে একইদিনে কালীগঞ্জ উপজেলা নির্বাচনে মোতিয়ার রহমান মতিকে পরাজিত করে বর্তমান ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শফিকুজ্জামান রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
(ঢাকাটাইমস/০৯মে/এমআর)

মন্তব্য করুন