হালুয়াঘাটে চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুল হামিদ

হালুয়াঘাট প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ মে ২০২৪, ১৪:১৮ | প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১৪:১৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সদ্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতা মোহাম্মদ আব্দুল হামিদ। ৬ হাজার ১০৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে আব্দুল হামিদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট। এ উপজেলায় মোট ২১ দশমিক ১১ শতাংশ ভোট কাস্ট হয়।

বুধবার রাতে হালুয়াঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিবুল করিম ফলাফল ঘোষণাসহ এসব তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বিজয়ী আব্দুল হামিদ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য ছিলেন। এর আগে তিনি হালুয়াঘাট পৌর নির্বাচনে দুইবার বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়াই করে হেরে যান।

এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় আব্দুল হামিদ আনারস প্রতীকের প্রার্থী হন। তবে উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় গত ২৬ এপ্রিল তাকে বহিষ্কারের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী।

তবে তাতে হাল ছাড়েননি আবদুল হামিদ। তিনি শেষ পর্যন্ত লড়াই করলেন এবং আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হলেন।

জয়ের ব্যাপারে জানতে চাইলে আব্দুল হামিদ বলেন, ‘জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। যদি বেঁচে থাকি, পাঁচটি বছর মানুষের ভালোবাসা নিয়ে হালুয়াঘাট উপজেলাকে স্মার্ট উপজেলা গঠন করতে চাই।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাটে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৮৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৯১২ জন। মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ৯৬৮ জন। হিজড়া ভোটার ১ জন। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট দেন ৮৪ হাজার ৫৩৫ জন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ রাসেল তালা প্রতীকে ২৫ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য কাজল সরকার পেয়েছেন ২০ হাজার ৬০২ ভোট। শেখ রাসেল ৪ হাজার ৯৮১ ভোটে জিতেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সদস্য মনোয়ারা খাতুন হাঁস প্রতীকে ৩১ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমি সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১১৩ ভোট।

(ঢাকাটাইমস/০৯মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

শেরপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দর্জির মৃত্যু

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আটক

সালথায় ভোটের আগমুহূর্তে নির্বাচন ছাড়লেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :