সিদ্ধিরগঞ্জে দুই অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত যুবক উদ্ধার

​​​​​​​সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১৭:৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের মূলহোতা তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সময় অপহৃত যুবক সুমনকে (২৫) উদ্ধার করা হয়েছে।

বুধবার সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

গ্রেপ্তারকৃতরা হলো-সিদ্ধিরগঞ্জের আব্দুল মান্নানের ছেলে অপহরণ চক্রের মূলহোতা মো. তুষার (২৪) এবং একই থানার ময়জাল মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২১)

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অপহৃত সুমন পেশায় একজন পোশাক শ্রমিক। প্রতিদিনের ন্যায় সে সকালে ডিউটিতে যান। পরে ডিউটি শেষে রাত ৮টা ২০ মিনিটে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকার আর কে গ্রুপের সামনে একদল দুষ্কৃতকারী তার পথ আটকায়। এরপর গ্রেপ্তারকৃত আসামিরাসহ অজ্ঞাতনামা আরও দুই তিনজন তাকে এলোপাথাড়ি চড় থাপ্পড় মারে এবং ভয়ভীতি হুমকি দিতে থাকেন। পরে সুমনকে জিম্মি করে তার পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেসময় ভুক্তভোগীর মোবাইল ফোন দিয়ে তার বড় ভাই মো. সাদ্দাম হোসেনকে মুক্তিপণের অর্থের বিনিময়ে ভাইকে উদ্ধার করতে বলেন। একপর্যায়ে নিরুপায় হয়ে সুমনের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

বৈরী আবহাওয়ায় বিলাইছড়ির ৫টি দুর্গম কেন্দ্রে পৌঁছায়নি নির্বাচনি সরঞ্জাম 

ভৈরবে র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে প্রত্যাহার 

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সদস্য আটক

মোটরসাইকেলে করে ছিনতাই করতো তারা

পাবনা-৪ আসনের এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নগরকান্দার বীর নিবাস: নির্মাণ শেষের আগেই ছাদ চুঁইয়ে পড়ছে পানি

বিদ্যুৎ না থাকায় গরমে ২২ শিক্ষার্থী অসুস্থ

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ নারীসহ ২১ দালাল আটক

নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ: পাঁচবিবিতে দুই বিএনপি নেতাকে অব্যাহতি

ঝিনাইদহে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :