পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনি অনুষ্ঠান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ২২:০৩
অ- অ+

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় দপ্তর সংস্থা সমূহের অংশগ্রহণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার ব্যাংকের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের ইনোভেশন টিম কর্তৃক প্রদর্শিত “ভয়েজ ইউজার ইন্টারফেজ” উদ্যোগটি রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ খেতাবে ভূষিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান ও অন্যান্য দপ্তর সংস্থার প্রধানসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দিন আহমেদ।

(ঢাকাটাইমস/২১মে/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা