ডিবিতে কাঁদলেন আনোয়ারুল আজীমের মেয়ে, চাইলেন বাবা হত্যার বিচার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ মে ২০২৪, ১৫:২২ | প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৪:৫৮

‘এই হত্যা কারা করেছে? কেন করেছে? আমি এটার শেষ পর্যন্ত তদন্ত চাই, তাদের ফাঁসি চাই, আমি এতিম হয়ে গেছি। আমার পড়াশোনা শেষ হয়নি। বাবার মতো কেউ হয় না। যতই আত্মীয়স্বজন থাকুক। আমি স্বচক্ষে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।”

বুধবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে কাঁদতে কাঁদতে এভাবে বাবা হত্যার বিচার চাইলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন।

এই হত্যাকাণ্ডে এরইমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদের চেনেন কি না জানতে চাইলে ডরিন বলেন, “আমি তাদের চিনি না। কিন্তু আমি তাদের চিনতে চাই।”

তিনি বলেন, “সর্বশেষ আমি ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ইন্ডিয়া যাচ্ছি, কয়েকদিন পর চলে আসব। কিন্তু আর আসেননি।”

তিনি আরও বলেন, “আমি এ ঘটনার কোনো কিছুই জানি না। তবে আমি সব জানতে চাই, কেন মারল আমার বাবাকে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”

এসময় ডিবিপ্রধান হারুন অর রশীদ জানান, আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে। আমাদের কর্মকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করছে।”

হারুন বলেন, “নিহত এমপির মেয়ে আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন। এরপর আর পাওয়া যায়নি। সেখানে কি ঘটেছে- এ ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন।”

‘মামলা কীভাবে কোথায় করবেন- তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন’ এমন প্রশ্নে হারুন বলেন, “আমরা তাকে বলেছি শেরেবাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছে। মামলাটি আজকের মধ্যেই হবে।”

(ঢাকাটাইমস/২২মে/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

তিন সমন্বয়ককে দেখতে ডিবি কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 

কোটা আন্দোলনের তিন সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আগামী তিনদিন অফিস চলবে ৯টা থেকে ৩টা ৬ ঘণ্টা

সজল চোখে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ধ্বংসযজ্ঞ দেখলেন প্রধানমন্ত্রী

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রবিবার

আন্দোলন চলাকালীন এক নেতা নুরকে চার লাখ টাকা দেন: ডিবিপ্রধান

গর্তে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বিচার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক

এই বিভাগের সব খবর

শিরোনাম :