ডিবিতে কাঁদলেন আনোয়ারুল আজীমের মেয়ে, চাইলেন বাবা হত্যার বিচার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৪:৫৮| আপডেট : ২২ মে ২০২৪, ১৫:২২
অ- অ+

‘এই হত্যা কারা করেছে? কেন করেছে? আমি এটার শেষ পর্যন্ত তদন্ত চাই, তাদের ফাঁসি চাই, আমি এতিম হয়ে গেছি। আমার পড়াশোনা শেষ হয়নি। বাবার মতো কেউ হয় না। যতই আত্মীয়স্বজন থাকুক। আমি স্বচক্ষে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।”

বুধবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে কাঁদতে কাঁদতে এভাবে বাবা হত্যার বিচার চাইলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন।

এই হত্যাকাণ্ডে এরইমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদের চেনেন কি না জানতে চাইলে ডরিন বলেন, “আমি তাদের চিনি না। কিন্তু আমি তাদের চিনতে চাই।”

তিনি বলেন, “সর্বশেষ আমি ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ইন্ডিয়া যাচ্ছি, কয়েকদিন পর চলে আসব। কিন্তু আর আসেননি।”

তিনি আরও বলেন, “আমি এ ঘটনার কোনো কিছুই জানি না। তবে আমি সব জানতে চাই, কেন মারল আমার বাবাকে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”

এসময় ডিবিপ্রধান হারুন অর রশীদ জানান, আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে। আমাদের কর্মকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করছে।”

হারুন বলেন, “নিহত এমপির মেয়ে আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন। এরপর আর পাওয়া যায়নি। সেখানে কি ঘটেছে- এ ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন।”

‘মামলা কীভাবে কোথায় করবেন- তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন’ এমন প্রশ্নে হারুন বলেন, “আমরা তাকে বলেছি শেরেবাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছে। মামলাটি আজকের মধ্যেই হবে।”

(ঢাকাটাইমস/২২মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অভিযানে যেতে উল্টো পথে ওসির গাড়ি, রাস্তা আটকালো ট্রাক, অতঃপর...
ইবিতে অনশন কুয়েটের শিক্ষার্থীদের দাবির সমর্থনে
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দিল হল
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা