প্রধানমন্ত্রীর সঙ্গে সভার আগে ১৪ দল নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৫:৩৭

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কেন্দ্রীয় ১৪দলের নেতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।

জোটনেত্রী শেখ হাসিনা সঙ্গে সভার আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য বৈঠক করেছেন শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। ১৪ দলের সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের রাজধানীর বাসায় গত মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভার আহ্বান করে রাশেদ খান মেনন। বৈঠকে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, তারিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী ফারুক।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ঢাকা টাইমসকে বলেন, গত মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বৈঠক আহ্বান করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠক বলতে কিছু বিষয়ে নিজেরা পরামর্শ করেছি।

(ঢাকাটাইমস/২২মে/জেএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :