উপজেলা নির্বাচন: হবিগঞ্জে বইছে পরিবর্তনের হাওয়া

পাবেল খান চৌধুরী, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১৬:৫৫
অ- অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুই ধাপের ভোটগ্রহণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দুই ধাপে হবিগঞ্জ জেলার চার উপজেলায় নির্বাচন শেষ হয়েছে। এই চার উপজেলাতেই বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। কেউ কেউ হারিয়েছেন জামানতও।

বাকী দুই ধাপে হবিগঞ্জের ৫টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চুনারুঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর নির্বাচনে অংশ নিচ্ছেন না।

ফলে হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার বর্তমান চেয়ারম্যানরা কী টিকে থাকতে পারবেন, নাকি এগুলোতেও লাগবে পরিবর্তনের ছোঁয়া? এখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলার সর্বত্রই।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ হয় গত ৮ মে জেলার হাওরাঞ্চলখ্যাত বানিয়াচং ও আজমিরীগঞ্জে।

বানিয়াচংয়ে তৃতীয় উপজেলা পরিষদে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন বিদায়ী চেয়ারম্যান জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী।

বিপরীতে আজমিরীগঞ্জ উপজেলায় শোচনীয়ভাবে হেরে জামানত হারান চেয়ারম্যানের দায়িত্ব থাকা মর্ত্তুজা হাসান। তিনিও পরাজিত হন সাবেক চেয়ারম্যান আলা উদ্দিনের কাছে।

অন্যদিকে দ্বিতীয় ধাপে গত ২১ মে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ ও বাহুবল উপজেলা পরিষদের নির্বাচন। এই দুই উপজেলাতেও বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক চৌধুরী সেলিম ও সৈয়দ খলিলুর রহমান পরাজিত হন।

নবীগঞ্জে সেলিম প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারলেও বাহুবলের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান মাত্র ২৬৯ ভোট পেয়ে ৭ প্রার্থীর মধ্যে সর্বশেষ অবস্থানে গিয়ে জামানত হারান।

সাধারণ ভোটারের মধ্যে অনেকেই বলছেন এবার অন্যান্য উপজেলাতেও পরিবর্তন হতে পারে। আবার কেউ কেউ বলছেন দু’একটিতে পরিবর্তন নাও হতে পারে। এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার-রাস্তাঘাটে চলে চুলছেড়া বিশ্লেষণ। এবার দেখার অপেক্ষা পরিবর্তন নাকি পুরাতনে ভরসা রাখবেন সাধারণ ভোটাররা।

আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হবেন আরও ৩ বর্তমান চেয়ারম্যান। হবিগঞ্জ সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলায় এডভোকেট মুশফিউল আলম আজাদ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ তালুকদার ইকবাল কঠিন লড়াইয়ে পড়েছেন।

তাদেরকে টেক্কা দিতে মরিয়া হয়ে ওঠেছেন নির্বাচনে অংশ নেয়া অন্যান্য প্রার্থীরা। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চাপে হিমশিম খাচ্ছেন বর্তমান চেয়ারম্যানরা।

সর্বশেষ ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দুইদিন ভোটের লড়াই হবে হবিগঞ্জের হাওর-টিলা- পাহাড়-বন ও চা বাগান অধ্যুষিত ভারতীয় সীমান্তঘেঁষা চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়।

চুনারুঘাট উপজেলার বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশ না নিয়ে সরে দাঁড়িয়েছেন। ফলে এই উপজেলা পরিষদের চেয়ারে সাবেক বা নতুন কোনো মুখ দেখা যাবে।

অন্যদিকে মাধবপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানও এবার পড়েছেন অগ্নিপরিক্ষায়। ওই উপজেলায়ও বদলে দেওয়ার সুর ওঠেছে।

হবিগঞ্জ জেলার বর্তমান ৪ চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হওয়ার পর বাকীদের ভাগ্যে কী আছে এ নিয়ে চলছে সর্বত্র আলোচনা।

শেষ দুই ধাপের এই ৫ উপজেলায় যত ভোটার রয়েছেন; হবিগঞ্জ সদর উপজেলায় ২ লাখ ২৪ হাজার ৮শ ৪৫, লাখাই উপজেলায় ১ লাখ ২৫ হাজার ৬শ ৮৫, শায়েস্তাগঞ্জ উপজেলায় ৬৯ হাজার ৯৯, চুনারুঘাট উপজেলায় ২ লাখ ৪৩ হাজার ৪শ ৭০ ও মাধবপুর উপজেলায় ২ লাখ ৬৭ হাজার ২শ ৫০ জন।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা বলেন, ‘ইতোমধ্যে জেলার ৪ উপজেলায় অত্যন্ত উৎসবমূখর পরিবেশে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্টিত হয়েছে। অবশিষ্ট ৫টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালীত হচ্ছে। নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আমরা সকল প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। আশা করছি বাকি নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

(ঢাকাটাইমস/২৪মে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
ইনডিপেনডেন্ট আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট প্রকাশ করল ব্র্যাক ব্যাংক
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা