ভারতে গেম আর্কেডে অগ্নিকাণ্ডে মৃত ২৭

ভারতের একটি গেম আর্কেডে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছেন।
গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের রাজকোটের বিল্ডিংটিতে আগুনের শিখা এবং ধোঁয়ার বিশাল আকৃতি আকাশে উঠতে দেখা যায়।
মৃতের সংখ্যা দেওয়ার পরে সিনিয়র পুলিশ অফিসার রাধিকা ভারাই হালনাগাদ সাংবাদিকদের বলেছেন “মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হবে।” খবর বিবিসির।
ধ্বংসস্তূপের নিচে এখনো আরও আহত থাকার আশঙ্কা রয়েছে।
এর আগে রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বিবিসি গুজরাটিকে বলেছিলেন ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু বলে জানা গেছে।
শনিবার বিকালে শিশু ও তরুণ-তরুণীদের ভিড়ে ঠাসাঠাসি হলে আগুনের সূত্রপাত হয়। এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগুন লাগার কারণ এখনো নির্ণয় করা যায়নি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, একটি বিশেষ তদন্ত দল নিয়োগ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬মে/এফএ)

মন্তব্য করুন