ভারতে গেম আর্কেডে অগ্নিকাণ্ডে মৃত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১১:৫৫| আপডেট : ২৬ মে ২০২৪, ১২:৩৮
অ- অ+

ভারতের একটি গেম আর্কেডে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছেন।

গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের রাজকোটের বিল্ডিংটিতে আগুনের শিখা এবং ধোঁয়ার বিশাল আকৃতি আকাশে উঠতে দেখা যায়।

মৃতের সংখ্যা দেওয়ার পরে সিনিয়র পুলিশ অফিসার রাধিকা ভারাই হালনাগাদ সাংবাদিকদের বলেছেন “মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হবে।” খবর বিবিসির।

ধ্বংসস্তূপের নিচে এখনো আরও আহত থাকার আশঙ্কা রয়েছে।

এর আগে রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বিবিসি গুজরাটিকে বলেছিলেন ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু বলে জানা গেছে।

শনিবার বিকালে শিশু ও তরুণ-তরুণীদের ভিড়ে ঠাসাঠাসি হলে আগুনের সূত্রপাত হয়। এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণ এখনো নির্ণয় করা যায়নি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, একটি বিশেষ তদন্ত দল নিয়োগ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা