মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, ৫ ভুয়া র‍্যাব সদস্যকে জনতার ধোলাই

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৪, ২১:২৩| আপডেট : ০১ জুন ২০২৪, ২১:৩৫
অ- অ+

মানিকগঞ্জে সুমন হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার তিন সঙ্গীকে অপহরণ করার সময় পাঁচ ভুয়া র‌্যাব সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ফরিদপুরের রাধানগর এলাকার সিকান্দারের ছেলে শামিম একই এলাকার মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), মেঘমাচি এলাকার সোলেমান মৃধার ছেলে সম্রাট (২৮), পাবনা জেলার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে আমিজ উদ্দিন (৫০) ও সাভারের আশুলিয়ার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানিব (৬২)।

তবে ভুয়া র‌্যাব সদস্যদের আটক করা হলেও এ সময় মোটরসাইকেলে থাকা সিদ্দিক নামের আরেক ডাকাত স্বর্ণ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

স্বর্ণ ব্যবাসায়ী সুমন ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকার বৈদ্যনাথ হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী সুমন ও তার তিন সঙ্গী ১০০ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়িক কাজে সিংগাইরের জামশা ইউনিয়নের দিকে আসার সময় তাদেরকে আটককৃতরা জোরপূর্বক র‍্যাবের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসে (নম্বর: ঢাকা মেট্রো-চ ১৯-৯৪৫৭) তুলে নেয়। পরে মাইক্রোবাসটি জামশার আমতলী এলাকায় থামলে স্থানীয়রা ভিতরে কয়েকজনকে চোখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাদেরকে গতিরোধ করে চ্যালেঞ্জ করলে অপহরণকারীরা র‍্যাবের পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার জানান, স্বর্ণ নিয়ে ব্যবসায়িক কাজে জামশার দিকে যাওয়ার সময় ডাকাতরা র‍্যাব পরিচয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। গাড়িতে উঠিয়েই তারা মারধর শুরু করে এবং কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের আরও একজন সদস্য পলাতক আছে। তাকেও আটকের চেষ্টা চলছে। তাদের সঙ্গে থাকা একটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থাকা বুচ ও সুনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা