নির্যাতিত নেতাকর্মীদের পাশে মাদারীপুরে যুবদলের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৪, ২২:১৫
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা-মামলার শিকার যুবদল নেতাকর্মীদের খোঁজ-খবর নেওয়া এবং সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে তৃণমূলের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় মাদারীপুর শহরে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিনিধি দল।

শনিবার শহরের থানতলীতে সাংগঠনিক সভা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা উপজেলা ও পৌরসভার কারানির্যাতিত, হামলা-মামলার স্বীকার নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। তারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তৃণমূলের নেতারাও সাংগঠনিক বিভিন্ন বক্তব্য এবং নিজেদের দাবী তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (ফরিদপুর বিভাগ) বেনজির আহমেদ তাবরীজ, সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, সহ সাধারণ সম্পাদক (ফরিদপুর বিভাগ) রাজিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খায়রুল আনাম বকুল, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-শ্রম সম্পাদক মইনুল ইসলাম হিটুসহ মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভা, শিবচর উপজেলা ও পৌরসভা, কালকিনী উপজেলা ও পৌরসভা, ডাসার উপজেলা, রাজৈর উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০১জুন/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা