কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবলীগ কর্মীর

কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইসলাম ভুট্টু (৪৬) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক পৌর বাজার এলাকায় কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা যুবলীগ কর্মী মো. ইসলাম ভুট্টু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০২জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন