গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সিলেটের গোলাপগঞ্জে আমান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার রাত ১০ টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী ঈদগাহ মাঠে আমান উদ্দিনকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিনকে।
গার্ড অব অনার অনুষ্ঠান ও জানাজায় উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন সিলেট নগরীতে তার নিজ বাসভবনে সোমবার দুপুর ২টায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(ঢাকাটাইমস/০৪জুন/এজে)