আগামী এক বছর প্রায়ই সিঙ্গাপুর যেতে হবে সাবিনা ইয়াসমিনকে, কারণ…

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১২:২৫
অ- অ+

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিন মাস চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। তবে এবারই শেষ নয়, আগামী এক বছর একটা নির্দিষ্ট সময় পরপর দেশটিতে চিকিৎসার জন্য যেতে হবে এই কণ্ঠশিল্পীকে।

গণমাধ্যমকে এমন কথাই জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ফাইরুজ ইয়াসমিন বাঁধন। তিনি বলেন, আগামী এক বছর প্রতিটা দিনই সিঙ্গাপুরের চিকিৎসকদের নির্দেশমতো আম্মুকে চলতে হবে।’

বাঁধন বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়েছিল। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকরা আম্মুর দাঁতে সমস্যা দেখতে পান। গত ৭ ফেব্রুয়ারি তার জন্য একটি অস্ত্রোপচার হয়। এরপর আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। সেই কোর্স শেষ হয়েছে।’

তবে রেডিওথেরাপির কারণে সাবিনা ইয়াসমিনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয় বলে জানান তার মেয়ে বাঁধন। তিনি বলেন, ‘সে কারণেই আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশমতো তাকে চলতে হবে।’

জানা গেছে, গত ৩১ মে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমিন। এখন তিনি ঢাকায় নিজের বাসায় বিশ্রামে আছেন। চলতি মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য ফের তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে সাবিনা ইয়াসমিন যখন সিঙ্গাপুর যান তখন খবর ছড়িয়ে পড়ে, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পী। তিনি নাকি এবার ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হয়। গণমাধ্যমেও খবর প্রকাশ হয়।

এ নিয়ে পরে সাবিনা ইয়াসমিন নিজেই দেশবাসীর প্রতি বার্তা পাঠান। জানিয়েছিলেন, তার ক্যানসার হয়নি, নিয়মিত চেকআপের জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন। একই সঙ্গে তিনি নিজের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মাধ্যমে থেকে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন বলেও জানান।

২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমিন। সবার সহযোগিতায় সেবার তিনি ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন। মাস তিনেক আগে ফের তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শোনা যায়। যা মিথ্যা দাবি করেন এই শিল্পী।

(ঢাকাটাইমস/০৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ধর্ম মন্ত্রণালযের অনুরোধ: অনুমতি ছাড়া হজ নয়
বার্তা না মেনে মদিনা থেকে ঢাকায় বিমান, অবতরণ করতে হলো সিলেটে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা