নিয়মিত পাবলিক টয়লেট ব্যবহারে মারাত্মক সব রোগের ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৭:৩০
অ- অ+

ব্যস্ত এই শহরে প্রতিদিনই কাজের জন্য ছুটতে হয় এখানে ওখানে। যাত্রা পথে পায়খানা বা প্রস্রাবের বেগ পাওয়া খুবই স্বাভাবিক।

আগে বাইরে বের হলে প্রাকৃতিক এই কর্ম সম্পাদনের তেমন কোনো ব্যবস্থা না থাকলেও এখন শহরের প্রতিটি এলাকায় সুন্দর ঝকঝকে পাবলিক টয়লেট করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজার হাজার লোক নামমাত্র খরচায় সেই পাবলিক টয়লেট ব্যবহার করে উপকৃত হচ্ছেন।

কিন্তু অপকারও আছে। এই পাবলিক টয়লেট যে রোগ বালাইয়ের আখড়া, তা হয়তো অনেকেই‌ জানেন না। কারণ, পাবলিক টয়লেট বেশিরভাগ সময়ই অপরিষ্কার থাকে। এর ফলে সেখান থেকে নানারকম রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে।

তবে এর মধ্যে আবার কিছু রোগের সংক্রমণের হার অনেকটাই বেশি হয়। চলুন তবে জেনে আসি নিয়মিত পাবলিক টয়লেট ব্যবহার করলে কী কী রোগ ছড়ানোর আশঙ্কা থাকে-

গোপনাঙ্গে ঘা

পাবলিক টয়লেট থেকে গোপনাঙ্গে ঘা হওয়ার আশঙ্কা বিপুল। এই ধরনের টয়লেটের সিটে বা বেসিনে সংক্রামক জীবাণুর সংখ্যাই বেশি। এই ধরনের জীবাণু গোপনাঙ্গের কোমল ত্বককে সহজে আক্রমণ করে।

পেটের রোগ

পাবলিক টয়লেটে মূত্রত্যাগের পাশাপাশি অনেকেই মলত্যাগের জন্য যান। এই সময় টয়লেটের মগ, কল সতর্কভাবে ব্যবহার করুন। বিশেষজ্ঞদের কথায়, শৌচালয়ের উপকরণ থেকে মারাত্মক পেটের রোগ হওয়ার আশঙ্কা থাকে।

মূত্রনালির সংক্রমণ

মহিলাদের এই সমস্যা বেশি দেখা যায়। পাবলিক টয়লেট থেকে মূত্রনালিতে সংক্রমণ ছড়াতে পারে। এর ফলে মূত্রত্যাগের সময় জ্বালা ও ব্যথা হয়।

ত্বকের সংক্রমণ

ত্বক বেশি সংবেদনশীল হলে এই সমস্যায় পড়তে হয়। বিশেষজ্ঞদের কথায়, টয়লেটের বেসিন থেকে শুরু করে মগ বা হাত ধোয়ার কলে সংক্রামক জীবাণু থাকে। তাই সংবেদনশীল ত্বক হলে সংক্রমণের আশঙ্কাও বেশি।

ভাইরাল রোগ

বাংলাদেশি টয়লেটে যেহেতু পানির ব্যবহার বেশি হয়, তাই ভাইরাল রোগ ছড়ানোর আশঙ্কাও বেশি। কখনো এলাকায় ভাইরাল রোগের প্রকোপ বাড়লে পাবলিক টয়লেট ব্যবহার না করাই ভালো। কারণ, সেখান থেকে সহজেই রোগটি আপনার শরীরেও বাসা বাঁধতে পারে।

(ঢাকাটাইমস/০৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ধর্ম মন্ত্রণালযের অনুরোধ: অনুমতি ছাড়া হজ নয়
বার্তা না মেনে মদিনা থেকে ঢাকায় বিমান, অবতরণ করতে হলো সিলেটে
মাদক সেবনের টাকা না দেওয়ায় প্রবাসীকে হত্যা: দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা