মানিকগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ২১:৩১
অ- অ+

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে সবুরী বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছোট ভাটবাউর এলাকার নায়েব আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন তিনি।

নিহত সবুরী বেগম উপজেলার ছোট ভাটবাউর এলাকার মৃত নায়েব আলীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় সবুরী বেগম ঘরের ভিতরে আটকা পড়েন। এরপর স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে অগ্নিকাণ্ডের ঘটনা জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। পরে অগ্নিকাণ্ডে নিহত সবুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের সদস্যরা।

(ঢাকাটাইমস/০৪জুন/ প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থাকা বুচ ও সুনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা