সিরাজদিখানে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে উপজেলা ছাত্রদল দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
সোমবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাফাকাত হোসাইন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান শুভর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, উপজেলা বি এন পির যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া।
অনুষ্ঠান শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন