নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ২৩ জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান ১৭তম সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন>> নতুন সেনাপ্রধানের বর্ণাঢ্য সামরিক জীবন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে ২৩ জুন থেকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে ওই তারিখ থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হলো।
(ঢাকাটাইমস/১১জুন/এসএস/এফএ)

মন্তব্য করুন