বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির হানা, বিলম্বিত টস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ০৬:১৫| আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:২৭
অ- অ+

সুপার এইট মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে হচ্ছে না টস। ফলে ম্যাচটিও নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি। তার ৩০ মিনিট আগে হওয়ার কথা টস। কিন্তু বৃষ্টির বাধায় সেটি সম্ভব হচ্ছে না।

চলতি বিশ্বকাপে টাইগার একাদশে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। কেননা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার খেলার পরে বাকি ম্যাচগুলোতে আর সুযোগ পাননি। তার বদলে দলে আসা জাকের আলি ছাড়া পরের তিন ম্যাচে ছিল না কোনো পরিবর্তন। একাদশে থাকা পেসারদের ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ মেলেনি শরিফুল ইসলামেরও।

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কি না এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করছে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতাও আমরা আমলে নেব এবং অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলব। (ম্যাচের আগে) এগুলোই ভাবা হবে।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/২১ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা