আফগানিস্তানের জয়ে যেমন হলো বাংলাদেশের সেমির সমীকরণ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ১৩:২৭| আপডেট : ২৩ জুন ২০২৪, ১৩:৫২
অ- অ+

চলতি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন একপ্রকার শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বাজিমাতে ফের সম্ভাবনা জেগেছে টাইগারদের। পথটা যদিও কঠিন, তবে রশিদদের বড় ব্যবধানে হারাতে পারলে সুযোগ থাকবে শান্তদের। অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই ধারাবাহিক ছন্দে আছে আফগানিস্তান। মাঝে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে হারলেও তাতে রশিদ খানদের পারফরম্যান্সে ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বোলিং লাইনআপ আরও একবার প্রমাণ করেছেন নিজেদের সক্ষমতা। শক্তিশালী দলটিকে ১২৭ রানে আটকে দিয়ে তুলে নিয়েছে ২১ রানের ঐতিহাসিক এক জয়।

সুপার এইটের এই গ্রুপে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। ২ পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। রানরেটে অবশ্য অনেকটাই পিছিয়ে আফগানরা। সেদিক থেকে অস্ট্রেলিয়া আছে এগিয়ে। চারে আছে বাংলাদেশ। যাদের ঝুলিতে কোনো পয়েন্ট নেই।

তবে এই ০ পয়েন্ট থেকেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। সেজন্য মেলাতে হবে ছোট দুই সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। তবে সেটাও হতে হবে বড় ব্যবধানে। রশিদ খানদের হারানোর পাশাপাশি অন্য ম্যাচে ভারতের জয় কামনা করতে হবে।

এরপরেই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে। তখন হিসাব হবে নেট রানরেটের। নেট রানরেটে নাজমুল হোসেন শান্তরা এগিয়ে থাকলে পাওয়া যাবে সেমির টিকিট।

তবে ভারত যদি নিজেদের ম্যাচে হেরে যায়, তাহলে বাংলাদেশের জয় পেয়েও লাভ হবে না। তখন অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলেরই পয়েন্ট হবে চার। অন্যদিকে দুইটি করে পয়েন্ট থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তানের। সেক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়াই সেমিতে যাবে।

আর ভারতের পাশাপাশি বাংলাদেশও হারলে আবার সামনে আসবে রানরেটের হিসেব। তখন ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট হবে সমান। এবারেও রানরেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমিতে।

(ঢাকাটাইমস/২৩ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা