শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত গৃহবধূর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হওয়া গৃহবধূ সুবর্ণা আক্তার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত ১২টার দিকে রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে।
নিহতের চাচা জাকির হোসেন জানান, সুবর্ণা শুক্রবার গফরগাঁওয়ের নিগুয়ারী স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচুবাগান) এলাকায় বেড়াতে আসছিল। শ্রীপুরের মাস্টারবাড়ী থেকে অটোরিকশা যোগে বাবার বাড়ি লিচুবাগান যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা সেলু ইঞ্জিন চালিত একটি ভ্যানগাড়ি তার উপর দিলে চলে যায়। এতে গুরুতর আহত হয় সুবর্ণা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
(ঢাকাটাইমস/২৩জুন/পিএস)

মন্তব্য করুন