শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত গৃহবধূর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ১৫:৫৬| আপডেট : ২৩ জুন ২০২৪, ১৫:৫৭
অ- অ+
প্রতীকী ছবি।

গাজীপুরের শ্রীপুরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হওয়া গৃহবধূ সুবর্ণা আক্তার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার রাত ১২টার দিকে রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে।

নিহতের চাচা জাকির হোসেন জানান, সুবর্ণা শুক্রবার গফরগাঁওয়ের নিগুয়ারী স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচুবাগান) এলাকায় বেড়াতে আসছিল। শ্রীপুরের মাস্টারবাড়ী থেকে অটোরিকশা যোগে বাবার বাড়ি লিচুবাগান যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা সেলু ইঞ্জিন চালিত একটি ভ্যানগাড়ি তার উপর দিলে চলে যায়। এতে গুরুতর আহত হয় সুবর্ণা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

(ঢাকাটাইমস/২৩জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদযাত্রা: ট্রেনে ২৬ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে আজ
বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় দৃর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
আলোচিত আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা