সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আটক ৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ১৬:১২| আপডেট : ২৫ জুন ২০২৪, ১৬:১৯
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চক্রের মূলহোতাসহ ছয় সক্রিয় চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-১১। এসময় তাদের সঙ্গে থাকা চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

আটককৃত চাঁদাবাজরা হলেন- চক্রের মূলহোতা সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), ফতুল্লা এলাকার মো. মহসীন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), মৃত আ. রহিমের ছেলে মো. আল আমিন (২২), সিদ্ধিরগঞ্জস্থ মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), সোনারগাঁওয়ের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০), কিশোরগঞ্জের মো. সাহাজ উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (২০)।

র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে এরা সকলে দুষ্কৃতকারী ও সক্রিয় চাঁদাবাজ। বিভিন্ন (বাস, ট্রাক, মিশুক) পরিবহন থেকে চাঁদাবাজি করাকালীন সময়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এই চাঁদাবাজরা পরিবহনে চাঁদাবাজি করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে চালকদের ভয়ভীতি কিংবা ত্রাস সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে এ থানা এলাকাসহ এর আশপাশের অনেক এলাকায় চাঁদা তুলতেন।

এই চাঁদাবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা