লক্ষ্মীপুরে প্রেমিকার হাতে প্রেমিকের বিশেষ অঙ্গ কর্তন

লক্ষ্মীপুরের রায়পুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কাটার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টার ঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলাম আল আমিনের সঙ্গে ওই এলাকার এক গৃহবধূর প্রেমের সর্ম্পক চলছিল। তারা দুজন প্রায় সময় বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজন সিএনজি অটোরিকশা যোগে রায়পুরের আলতাফ মাস্টার ঘাট এলাকায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তাওহিদুল ইসলাম আল আমিনের মোবাইল ফোন নিয়ে ওই গৃহবধূ দেখতে পায় তার বান্ধবীর সঙ্গে গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছে তাওহিদুল। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের ভিতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই গৃহবধূ। পরে স্থানীয়রা তাওহিদুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে এখনো ওই যুবকের জ্ঞান ফেরেনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার ঢাকা টাইমসকে বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর ঢাকা টাইমসকে বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তিনি শংকামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না।
(ঢাকাটাইমস/২৯জুন/পিএস)

মন্তব্য করুন