বেকার যুবকদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখান সফল আদনান

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার একজন স্বপ্নবাজ তরুণ আদনান হাবিব। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করা আদনান কখনো কোনো চাকরি করেননি। বরং ফ্রিল্যান্সিংয়ে সফল হয়ে ফ্রি শেখাচ্ছেন বেকার যুবকদের।
এ পর্যন্ত বিভিন্ন দেশের চার শতাধিক ক্লায়েন্টের সাথে কাজ করেছেন আদনান হাবিব। তিনি বলেন, "চাকরি করতে আমার অনীহা ছিল। আমি চাইতাম স্বাধীনভাবে কিছু করতে, যেখানে আমার বস হব আমি নিজে।"
২০১৮ সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করেন আদনান। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার ডট কমে টপ ৩ শতাংশ ফ্রিল্যান্সারদের একজন তিনি। আদনান বলেন, এখন কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট আছে কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। কিছু এজেন্সির সঙ্গেও চুক্তিভিত্তিক কাজ করছি। একই সাথে নিজেদের আইটি কোম্পানির কাজও শুরু করেছি। যেহেতু ঘরে বসেই কাজ করতে পারছি, তাই চাকরি করতেও চাই না কখনো ‘
ফ্রিল্যান্সিং স্কিলকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে আদনান তার আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ৫০ জনকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ দিয়েছেন। ইতিমধ্যে চারজন শিক্ষার্থী তাদের হাত ধরে সফল হয়েছেন এবং ভালো আয় করছেন বলে জানান আদনান।
বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে আদনান হাবিব বলেন, ‘আমার কাছে বর্তমানে অন্য দশটা পেশার চেয়ে সম্মানজনক পেশা হলো ফ্রিল্যান্সিং। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার; চাইলে অন্য কাজ বা চাকরি করতে পারতাম। কিন্তু গত ৬ বছরের অভিজ্ঞতায় ফ্রিল্যান্সিংয়ের চেয়ে ভালো অপশন পাইনি।’ ভবিষ্যতে সারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং শেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানান আদনান ফাহাদ।
(ঢাকাটাইমস/৩০জুন/মোআ)

মন্তব্য করুন