কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। এসময় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
শুক্রবার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের ঝুমকার চর পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজাদুর রহমান তালুকদার সাজু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও মো. মুসফিকুল আলম হালিম, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৫জুলাই/পিএস)

মন্তব্য করুন