চাঁদপুরে ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন দীপু মনি

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে স্থানীয়দের বহুল প্রতীক্ষিত স্বপ্নের ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার আদমখা সড়কের কালি ভাংতি মতলব খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হবে।
শুক্রবার ১১টায় ব্রিজটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ খান বাদল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ খান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন পালোওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম কামাল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জামাল গাজী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস চৌধুরী, ২নং সভাপতি হান্নান গাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাদাত গাজী, মো. আউওয়াল খান ও মো. জামাল বকাউল প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৫ জুলাই/পিএস)

মন্তব্য করুন