বগুড়ার একই পরিবারের নিখোঁজ সাতজন রাঙামাটিতে উদ্ধার  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ১৫:৩৯| আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬:২৪
অ- অ+

বগুড়ার বাড়ি থেকে নিখোঁজ হওয়া এক পরিবারের শিশুসহ সাতজনকে রাঙামাটিতে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান জানান, সোমবার (৮ জুলাই) দুপুরে রাঙামাটি শহরের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাতজন হলেন– ফাতেমা বেবি (৫০), বড় মেয়ে রুমি বেগম (৩০), ছেলে বিক্রম আলী (১৩), মেয়ে রুনা খাতুন (১৬), নাতনি বৃষ্টি খাতুন (১৩) এবং যমজ দুই নাতি হাসান (৬) ও হোসেন (৬)।

ফাতেমা বেবির বরাত দিয়ে পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান বলেন, তাদের বাড়ি লালমনিরহাট জেলার খোচাবাড়ি এলাকায়। বগুড়া শহরের নারুলীতে ভাড়া বাসায় বসবাস করতেন তারা। ফাতেমা বেবি নারুলী পুলিশ ফাঁড়িতে রান্নার কাজ করতেন। তার বড় মেয়ের জামাই জীবন মিয়া তাদের সাথে বসবাস করে বগুড়া শহরে পুরাতন ফ্রিজ কেনাবেচার কাজ করতেন। ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান কখনো বগুড়া শহরে এবং কখনো লালমনিরহাটে থাকতেন।

নিখোঁজ হওয়ার বিষয়ে ফাতেমা বেবি পুলিশকে জানান, তার স্বামী ও মেয়ের জামাই টাকার জন্য সব সময় তাদের চাপ দিত এবং মানসিক নির্যাতন করত। এ কারণে তারা নিজের আয়ে স্বাবলম্বী হওয়ার জন্য কাউকে না জানিয়ে গত ৩ জুলাই বগুড়া থেকে পালান। তাদের পরিচিত ফাতেমা বেগম নামের এক নারীর নানির বাড়ি রাঙামাটিতে আশ্রয় নেন। সেখানে তারা কাজের সন্ধান করছিলেন।

জাহিদ হাসান আরও জানান, পরিবারের সদস্যদের নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৬ জুলাই বগুড়া সদর থানায় জিডি করেন ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান।

জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করে পিবিআই। পরে পিবিআই বগুড়ার একটি দল রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসে।

(ঢাকাটাইমস/৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোগ নিরাময়ের দাওয়াই রসালো ফল লিচু, লিভার-কিডনি সুস্থ রাখে
বাকৃবিতে আবার গেস্টরুম সংস্কৃতি!
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা