যশোরে বিধবার মাটি চাপা লাশ উদ্ধার এক নারীসহ ৩ জন পুলিশ হেফাজতে

​​​​​​​যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ২৩:২৬
অ- অ+

যশোরে বিধবা নারী সোনা বানুকে (৪০) শ্বাসরোধে হত্যার পর মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সন্ন্যাসী বটতলা গ্রামে ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে সন্ন্যাসী বটতলা গ্রামের একটি বাগানের ভিতর থেকে মাটি খুড়ে ওই বিধবা নারীর লাশ উদ্ধার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনা বানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভিতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর লাশ উদ্ধার করেন। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের দাবি, সোনাবানুর স্বামী মারা যাওয়ার পর এক সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সেই স্বামীর আগের ঘরের স্ত্রী সন্তান ছিল। দ্বিতীয় স্বামীর ঘরে সোনাবানুর আরও দুটি সন্তান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজ ছেলে সতীনের ছেলের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই জমির বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে।

বিষয়ে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এলাকার আরিফ হোসেন তার স্ত্রী ইভাসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, শিগগির রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছি।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা