টংগিবাড়ীর সড়ক ছেয়ে যাবে কৃষ্ণচূড়া, সোনালু আর সাদা জারুলে, স্বেচ্ছাসেবক লীগ নেতার বৃক্ষরোপণ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাৎ হোসেন শিপু। উপজেলার বলই থেকে বালিগাঁও সড়কের দুইপাশে প্রায় এক কিলোমিটার জুড়ে সম্প্রতি ৭৫টি কৃষ্ণচূড়া, সোনালু এবং সাদা জারুল গাছের চারা রোপণ করেন তিনি।
কয়েক বছরের মধ্যে রাস্তার দুপাশে লাল, হলুদ ও সাদা ফুলে ছেয়ে যাবে আশা এই সমাজসেবীর।
স্থানীয়রা জানান, এই রাস্তার দুপাশে ঘন ঝোপ থাকায় রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। স্থানীয় পুলিশ প্রশাসনের অনুরোধে শাহাদাৎ হোসেন শিপু নিজ উদ্যোগে এই সড়কের ঝোপ অপসারণ করেন, যা সব মহলে প্রশংসা কুড়াচ্ছে।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার উপ-পরিদর্শক সাইফুল মোল্লা বলেন, ‘স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি শিপু ভাইয়ের মতো স্বপ্রণোদিত হয়ে এভাবে এলাকার কল্যাণে কাজ করতো তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হতো। নিজ উদ্যোগে তার এই বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে ভালো কাজ।’
উপপরিদর্শক আল মামুন বলেন, ‘ঝোপের কারণে রাস্তাটা বিপজ্জনক হয়ে উঠেছিল। সরকারিভাবে করতে গেলে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই আমরা স্থানীয় শাহাদাৎ হোসেন শিপু ভাইকে অনুরোধ করি ঝোপ পরিষ্কারের উদ্যোগ নিতে। তিনি সবসময় সমাজকল্যাণমূলক কাজে জড়িত থাকেন।’
টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি এই প্রতিবেদককে বলেন, ‘শিপু একজন নিবেদিতপ্রাণ সংগঠক। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করায় শিপু এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ জানাই।’
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন শিপু বলেন, ‘কয়েক বছর পর এই রাস্তার দুপাশ যখন লাল হলুদ ফুলে ছেয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে। পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধণের উদ্দেশ্যেই আমি এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।’
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছেন বলে জানান এই নেতা।
(ঢাকাটাইমস/১৪জুলাই/ইএস)

মন্তব্য করুন