তাড়াশে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৫:১৮
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার পাশে থেকে একদিন বয়সী কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার রাস্তার পাশে পড়ে থাকা এই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজে পাশে কয়েকজন পথচারীসহ ওই নবজাতকে দেখতে পাই। এরপর ৫-৬ জন মিলে কাপড় মোড়ানো ফুটফুটে ছেলে নবজাতক দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার এসআই মাসুদ রানা জানান, খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকায় রাস্তার পাশে খেজুর গাছের নিচে একটি লাল ওড়নায় পেচানো একদিন বয়সী ছেলে নবজাতকের মৃতদেহ স্থানীয় পথচারীরা দেখতে থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুর ২টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে বা সকালের কোন এক সময় কেউ নবজাতককে রাস্তার পাশে ফেলে রেখে যায়। নবজাতকের মুখে পোকামাকড় লেগে ক্ষত করেছে। উদ্ধারকৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, নবজাতক ওই শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা