‘শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা সরকারের নগ্ন হস্তক্ষেপ’

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৬:২১
অ- অ+

বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলাকেফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নগ্ন হস্তক্ষেপের শামিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশের যুক্তরাষ্ট্র শাখার নেতারা।

নিউয়র্কের চার্চ ম্যাকডোনাল্ডে সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশের যৌথ সমাবেশে যুক্তরাষ্ট্র শাখার নেতারা এসব বলেন।

নেতারা বলেন, কোটার মাধ্যমে চাকরি করা আর দেশের দুর্নীতিকে স্বীকৃতি দেওয়া সমান কথা। কোটা ঘুষ দিয়ে চাকরি করা মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চোর-ডাকাতের প্রবেশ করার শামিল। কোটা মানেই হচ্ছে মূলত রাস্তায় ভিক্ষে করার চেয়ে নিন্দনীয়। সুতরাং ছাত্রদের অভিভাবক হিসেবে আমরা মেধার মূল্যায়ন চাই। বৈষম্যমূলক শিক্ষানীতি বাতিল চাই।

বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নে সরকারের কাছে আহ্বান জানাচ্ছে। যতই বাধা আসুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে ক্লাসে ফিরে যাবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারও শুরুতে তাদের প্রতি নমনীয়তা পোষণ করেছে। তবে এখন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে কিংবা ধমাতে বলপ্রয়োগের পথে হাঁটছে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, আরো বক্তব্য রাখেন জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ এর সভাপতি হাজি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী , আহসান বাচ্চু, মাঈনুউদ্দিন, নুর নবী, জুবায়ের হোসাইন, আশরাফুল হাসান , নুরুল হুদা, আসিফ জারিফসহ প্রবাসী নেতারা।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
এলপি গ্যাসের দাম কমেছে
এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে
মাঠপর্যায়ে প্রতিবন্ধীদের সেবা প্রদানে জনবল সংকটসহ নানা দুর্বলতা রয়ে গেছে: বিডিডিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা