যারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা শিক্ষার্থীদের ওপর হামলা মেনে নেবে না: লায়ন ফারুক

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, “স্বাধীনতাকামী মানুষ ও দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা কোনোদিনও মেনে নেবে না।”
মঙ্গলবার পুরানা পল্টনে দলীয় কার্যালয় মাওলানা আব্দুল মতিন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমিশন আয়োজিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা ও হত্যার প্রতিবাদে ‘প্রতিবাদ সভায়’ তিনি এসব কথা বলেন।
ফারুক রহমান বলেন, “আজকে দেশে আইনের শাসন নেই, ভোটাধিকার নেই, শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানিয়েছে।”
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও হেলমেট বাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর যেভাবে পৈশাচিক নির্যাতন হামলা চালিয়েছে, তা পাকিস্তানের নির্যাতনকেও হার মানিয়েছে। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে, বুকে স্বাধীনতার চেতনা ধারণ করে। তারা এই হামলা কোনোদিনও মেনে নেবে না।”
বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, মুখপাত্র মো. শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম, নিয়ামুল ইসলাম সিয়াম প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি/এফএ)

মন্তব্য করুন