টিএসসিতে ৬ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৬:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছয়টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ।
বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ঢাকা টাইমস প্রতিবেদক জানিয়েছেন, পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে ঘটনাস্থল থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তুলে নিয়ে যায়।
এর কয়েক মিনিট পর পুলিশ রোকেয়া হলের কাছে আরেকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে, এতে দুইজন সাংবাদিক আহত হন এবং ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম/এমআর)

মন্তব্য করুন