বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত জবির দুই শিক্ষার্থী 

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৭:৫৬| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৮:২৪
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে আন্দোলনকারী সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তী সময়ে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয় তারা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের সিএসই বিভাগের শিক্ষার্থী।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পরপর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মুচলেকা দিয়ে ছাড়া পায় দুই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, শিক্ষার্থীদের আটকের ঘটনা জানার সাথে সাথে আমরা থানাই যাই। পরবর্তীতে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কয়েকজন শিক্ষার্থী সন্দেহজনকভাবে আটক হয়েছিল। কোতোয়ালি থানায় সহকারী প্রক্টর ও শিক্ষকদের প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরপরই তাদেরকে ছাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তারা যেন কোনো প্রকার সহিংসতায় লিপ্ত না হয়।

(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা