রাণীনগরে পুকুরে পড়ে ৬ বছর বয়সি শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৪, ১৮:১০
অ- অ+
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে উপজেলা পরিষদের পুকুরে পড়ে আয়েশা সিদ্দিকা নামে ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আয়েশা সিদ্দিকা উপজেলা সদরের দাউতপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

জানা গেছে, শিশুটির মা তাকে বিউটি তাকে সঙ্গে করে সকালে রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সেলাই মেশিনে কাজ শিখতে আসেন। মেয়েকে কাছে রেখেই তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন।

একপর্যায়ে মায়ের অজান্তে শিশু আয়েশা মহিলা বিষয়ক অফিসের বাহিরে এসে খেলাধুলা করার সময় পরিষদের ভেতরে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই পুকুর থেকে কয়েকজন যুবক পড়ে যাওয়া ফুটবল আনতে গেলে শিশুটিকে ভাসতে দেখে।

এ সময় ওই যুবকরা শিশু আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ। তিনি বলেন, ‘ঘটনাটা আমি লোকমুখে শুনেছি।’

(ঢাকাটাইমস/২৯জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোগ নিরাময়ের দাওয়াই রসালো ফল লিচু, লিভার-কিডনি সুস্থ রাখে
বাকৃবিতে আবার গেস্টরুম সংস্কৃতি!
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা