স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. মনজুর আলম, পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মো. আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ. কে. এম দেলোয়ার হোসেন এফসিএমএ, শরিআহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. সাইফুল্লাহ্, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, পর্যবেক্ষক সাইদুর রহমান ও আলমগীর কবির, শেয়ারহোল্ডারগণ, ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, অতিথিবৃন্দ ও অডিটরের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সচিব মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ সভা পরিচালনা করেন।
সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দসহ সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরো বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীবৃন্দের প্রতি আহবান জানান। সভার প্রারম্ভে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া।
উল্লেখ্য, ২৫তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং ৫% লভ্যাংশ প্রদানসহ অন্যান্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএ)