কোটা আন্দোলনে সহিংসতায় ১৬ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ১৬ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এফএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চে রিট আবেদনটি দাখিল করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
প্রত্যেক শিশুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
রিট আবেদনের সঙ্গে গত ২৯ জুলাই একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।
এ বিষয়ে রিটকারী আইনজীবী জানান, বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ২০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে, সরকারি হিসাবে যা দেড়শ।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এফএ)

মন্তব্য করুন