ভারী বৃষ্টিতে কোমর সমান পানি, চট্টগ্রাম নগরীতে জনদুর্ভোগ চরমে

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দু-দিন ধরে পানির নিচে নিমজ্জিত চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা। ভারী বৃষ্টির কারণে কোমর সমান পানিতে নিমজ্জিত রয়েছে নগরীর অধিকাংশ এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বুধবার সকাল থেকেও থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগরীর প্রশস্ত সড়কগুলো যেন একেকটি নদীতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ভারি বর্ষণে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাদুরতলা, জিইসি মোড়সহ নিচু এলাকাগুলো পানির নিচে ডুবে রয়েছে। নগরীর নিম্নাঞ্চলের এক-তৃতীয়াংশ এলাকা পানি থই থই করছে। অনেক সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে যাত্রীদের।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে নগরীতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বর্ষণে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম নগরী।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী আকবর খান ঢাকাটাইমসকে বলেন, গতকাল সকাল ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১৪৯.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বাদুরতলা এলাকার ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান,পানির কারণে দোকান খুলতে পারিনি। বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও এ থেকে উদ্ধারে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
সিটি কর্পোরেশন ও সিডিএর মধ্যে সমন্বয়হীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে জলাবদ্ধতা নিরসনে নগরীতে ১১ হাজার কোটি টাকার চারটি প্রকল্পের কাজ চললেও তার সুফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নগরবাসীরা।
ঢাকাটাইমস/০১আগস্ট/পিএস

মন্তব্য করুন